Site icon Jamuna Television

আক্রান্ত দেশগুলো থেকে যাত্রী আসা বন্ধে কঠোর হচ্ছে সরকার: কাদের

করোনা আক্রান্ত দেশগুলো থেকে বিমানযোগে ঢাকায় যাত্রী অবতরণ বন্ধে কঠোর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এসময় ওবায়দুল কাদের আরো বলেন, করোনা মোকাবেলায় সরকারের সব শাখা প্রস্তুত আছে।
স্কুল কলেজ বন্ধের বিষয়ে সর্বোচ্চ পর্যায়ের ভাবনায় রয়েছে বলেও জানান তিনি। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনসহ মুজিব শতবার্ষিকীর সংক্ষিপ্ত কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সহ দুঃস্থদের মাঝে খাবার বিতরনের ঘোষণাও দেয়া হয় সংবাদ সম্মেলনে।

Exit mobile version