Site icon Jamuna Television

চীনে উৎপাদন শুরু করেছে বিদেশি কোম্পানিগুলো

চীনে করোনাভাইরাসের প্রভাব কমে আসায় আবারও দেশটিতে উৎপাদন কার্যক্রম শুরু করেছে অনেক বিদেশি প্রতিষ্ঠান। বাণিজ্য চালুর ক্ষেত্রে বিশেষ প্রণোদনাও দিচ্ছে চীনা সরকার।

তবে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশে আটকা পড়েছেন অনেক বিদেশী কর্মী। তাদের ফিরিয়ে আনতে বিনামূল্যে বিশেষ বাস সার্ভিস চালু করেছে বেইজিং।

বিনিয়োগকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে নতুন করে ২ হাজার কোটি ডলারের বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে বেইজিং। উৎপাদন কার্যক্রম শুরু করেছে স্টারবাক কফি, ওয়াই কেকে গ্রুপসহ ৮০ভাগ প্রতিষ্ঠান।

বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনাও করছে বিএমডব্লিউর মতো কিছু বহুজাতিক প্রতিষ্ঠান। দেশটিতে নতুন কারখানা স্থাপন ও উৎপাদন বৃদ্ধিতে ৩শ’ কোটি ইউরো বিনিয়োগ করবে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। আরেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর বিনিয়োগ করবে ১২০ কোটি ডলার।

Exit mobile version