Site icon Jamuna Television

করোনার বিস্তার ঠেকাতে আল আকসা প্রাঙ্গন সাময়িক বন্ধ ঘোষণা

এবার করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মুসলিমদে প্রথম কিবলাহ ও তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করলো জেরুজালেম ওয়াকফ কমিটি।

রোববার করোনার বিস্তার ঠেকাতে এমন সিদ্ধান্ত গ্রহণ করে ওয়াকফ কমিটি। খবর গালফ নিউজ ও ডেইল সাবাহ’র।

মসজিদের পরিচালক ওমর কিসওয়ানি বলেন, ইসলামিক ওয়াকফ কমিটি করোনাভাইরাস বিস্তার রোধে সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আল আকসা মসজিদের অভ্যন্তরে নামাজের স্থানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তবে মসজিদের প্রাঙ্গণে নামাজ আদায় করা যাবে বলে ওয়াকফ কমিটি থেকে জানানো হয়।

ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নাগরিকদের ঘরে বসে প্রার্থনার আহ্বান জানিয়েছে।

Exit mobile version