Site icon Jamuna Television

করোনা আতঙ্কে আইফেল টাওয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

করোনাভাইরাস বিস্তারের কেন্দ্রবিন্দু এখন ইউরোপ। ইতালি, স্পেনের পর এবার ফ্রান্সও এ প্রাণঘাতী ভাইরাস ঠেকাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে। এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ফ্রান্সের বিখ্যাত বিনোদন কেন্দ্র আইফেল টাওয়ার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

ইউরোপের দুই দেশ ইতালি ও স্পেনে ভয়াবহ আকার ধারণ করায় সতর্কতা হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।

এদিকে, ইতালির মতো গত শনিবার থেকে গোটা স্পেনে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। ফলে দেশটির চার কোটি ৭০ লাখ মানুষকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

খাবার, ওষুধ ও জরুরি জিনিসপত্র কেনা ছাড়া কোনো কারণে বাইরে যাওয়া যাবে না। খাদ্য ও ওষুধ ছাড়া অন্য কোনো দোকানপাটও খোলা রাখা নিষেধ।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে বলেছেন, আমরা অচিরেই কাজকর্মে ফিরে যাব এবং বন্ধুবান্ধব ও প্রিয়জনের সঙ্গে দেখা-সাক্ষাৎ করব। তবে সময় আসার আগ পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত শুক্রবার ইউরোপকে বর্তমানে করোনাভাইরাস মহামারীর কেন্দ্রস্থল হিসেবে অভিহিত করেছে।

সংস্থাটির মহাপরিচালক ডা. টেড্রস আধানম বিভিন্ন দেশকে আহ্বান জানান, তারা যেন জীবন বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সাম্প্রতিক দিনগুলোতে সংক্রমণ এবং মৃত্যুর হার দ্রুত বৃদ্ধি পাওয়ার কথা জানিয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা পাঁচ হাজার ৮০০ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যাও দেড় লাখের কাছাকাছি।

Exit mobile version