Site icon Jamuna Television

করোনা আতঙ্কে সরিয়ে নেয়া হলো ব্রিটিশ রানিকে!

করোনাভাইরাস আতঙ্কে এবার বাকিংহ্যাম প্যালেস থেকে সরিয়ে নেয়া হলো ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকে। খবর ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিরর এর।

বাকিংহ্যাম প্রাসাদ সূত্রের বরাতে দিয়ে মিরর জানায়, বৃহস্পতিবার রানিকে বাকিংহ্যাম প্যালেস থেকে সরিয়ে উইন্ডসোর ক্যাসেলে নিয়ে যাওয়া হয়। তবে এসময় রানি সম্পূর্ণ সুস্থ আছেন বলেও জানায় বাকিংহ্যাম সূত্র। সেইসাথে এটি রানির সাপ্তাহিক ভ্রমণ বলেও জানায় বাকিংহ্যাম সূত্র। তারা বলে সপ্তাহ শেষে রানি আবার লন্ডনে ফেরত আসবেন।

তারা জানায়, সতর্কতামূলক ব্যবস্থাস্বরুপ রানিকে সরিয়ে নেয়া হয়েছে। সেইসাথে সংক্রমণ আরও বাড়লে রানি ও প্রিন্স ফিলিপকে (রানির স্বামী) কোয়ারেন্টাইনে নেয়া হবে।

কয়েক সপ্তাহ পর রানির জন্মদিন তাই এখন থেকেই প্যালেসে যারা আসছে তাদের প্রত্যেকের কঠোরভাবে স্বাস্থ্য পরীক্ষা করছেন প্রাসাদের স্বাস্থ্যকর্মীরা।

Exit mobile version