Site icon Jamuna Television

করোনা প্রতিরোধে নিজেদের সন্ত্রাসীদের প্রতি আইএস’র বার্তা

বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে এবার নিজেদের সন্ত্রাসীদের প্রতি করোনা প্রতিরোধে নির্দেশনা জারি করলো সন্ত্রাসী সংগঠন আইএসআইএস। খবর ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এর।

ডেইলি মেইল জানায়, আইএস’র নিজস্ব সংবাদপত্র আল-নাবা’য় নিজেদের সদস্যদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে সন্ত্রাসী সংগঠনটি। এরমধ্যে রয়েছে- আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ দুরুত্বে থাকা, খাবার পূর্বে ভালোভাবে হাত ধোয়া, আক্রান্ত এলাকা সমূহ ভ্রমণ করা থেকে বিরত থাকা এবং বিশ্বব্যাপী করোনা মোকাবেলায় বিভিন্ন দেশের সরকার ও স্বাস্থ্যবিভাগ যে নির্দেশনা দিয়েছে তা মেনে চলা।

ডেইলি মেইল জানায়, করোনা মোকাবেলায় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ও তার কাছে এ ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য প্রার্থনা করার নির্দেশনাও দেয়া হয় আইএস’র পক্ষ থেকে।

বর্তমানে আইএস অধিকৃত বিভিন্ন এলাকায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ার পরই এমন নির্দেশনা জারি করলো সন্ত্রাসী সংগঠনটি।

Exit mobile version