Site icon Jamuna Television

ছবি প্রকাশের হুমকি প্রেমিকের, তরুণীর আত্মহত্যার অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি:
কলেজ ছাত্রী জেবিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পার্শ্ববতী এলাকার রুহান নামের এক যুবকের সাথে। সেই সুবাদে রুহান তাঁদের কিছু ছবি তুলে রাখে মোবাইলে। সম্প্রতি তাঁদের সম্পর্কের টানাপোড়ন চলছিলো। এ নিয়ে রুহান ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। ভয়ে জেবিন আত্মহত্যা করেছে বলে অভিযোগ পরিবারের।

পুলিশ বলছে তারা মৌখিক অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করছে।

পুলিশ জানায়, কুলাউড়া উপজেলার পৌর শহরের ৭নং ওয়ার্ডের উত্তর লস্করপুরে রোববার সকালে ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে নুসরাত জান্নাত জেবিন (২১) নামে দ্বাদশ শ্রেণির এক কলেজ ছাত্রী। সে উত্তর লস্করপুর এলাকার দুবাই প্রবাসী ওয়াজ উদ্দিনের বড় মেয়ে।

জেবিনের ছোট ভাই সালাউদ্দিন মোবাইলে জানান, জেবিনের সাথে পৌর শহরের পার্শ্ববর্তী ৬নং ওয়ার্ডের উত্তর জয়পাশা গ্রামের ধলা মিয়ার পুত্র রুহান মিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে রুহান জেবিনের বাড়িতে যাওয়া আসা করতো। সম্প্রতি তাদের সম্পর্কের টানাপোড়েন চলছিলো। এতে রুহান তার মোবাইলে থাকা জেবিনের ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। এজন্য জেবিন আত্মহত্যা করেছে।

কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে।

Exit mobile version