Site icon Jamuna Television

৫ ছক্কার টর্নেডো ইনিংস খেললেন সাইফুদ্দিন

টপ অর্ডারের ব্যর্থতায় আজ আবাহনীর হয়ে ব্যাটিংয়ের সুযোগ পান জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। আর তাতেই খেলেন দারুণ এক টর্নেডো ইনিংস। মাত্র ১৫ বলে ৫ বিশাল ছক্কায় খেলেন ৩৯ রানের এক ইনিংস।

এর আগে ১২৭ রান করে ৪৫তম ওভারে ক্যাপ্টেন মুশফিক যখন ফিরে যান তখন আবাহনীর একটি দুর্দান্ত ইনিংস দরকার ছিল রান বাড়ানোর জন্য। আর সে কাজটি বেশ ভালো করেই এগিয়ে দেন সাইফুদ্দিন।

শেষ ৪.৪ ওভারে তাইজুলকে সাথে নিয়ে যোগ করেন ৫৭ রান। তার এই দুর্দান্ত পারফর্মেন্সেই ডিপিএলের আজকের উদ্বোধনী ম্যাচে পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে ২৯০ রানের বড় টার্গেট দিয়েছে আবাহনী।

এদিকে পারটেক্সের বিপক্ষে ৭ উইকেটে ২৮৯ রান করার পর বল হাতেও দারুণ শুরুর দেখা পেয়েছে আবাহনী। স্কোরবোর্ডে ৫২ রান যোগ করতেই তিন উইকেট হারিয়ে বসেছে পারটেক্স। ওপেনার হাসানুজ্জামানকে ফেরান সাইফউদ্দিন।

Exit mobile version