Site icon Jamuna Television

করোনায় আক্রান্ত আর্জেন্টাইন ডিফেন্ডার

আর্জেন্টাইন ডিফেন্ডার এজকুয়েল গ্যারেসহ ভেলেন্সিয়ার ৫ ফুটবলার ও স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাব কর্তৃপক্ষ।

এই প্রথমবার স্পেনের শীর্ষ লিগের ফুটবলার করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেলো। ক্লাব থেকে জানানো হয়েছে আক্রান্ত খেলোয়াড় ও স্টাফদের সবাই সুস্থ আছেন। তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন এবং অন্যদের কাছ থেকে নিজেদের আলাদা করে রেখেছেন।

ইউরোপে ইতালির পর দ্বিতীয় দেশ হিসেবে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে স্পেনকে। এই জরুরি অবস্থা ১৫ দিন কার্যকর থাকবে বলে জানিয়েছে দেশটির সরকার। এরই মধ্যে সারা বিশ্বে ৬ হাজার ৪০০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

Exit mobile version