Site icon Jamuna Television

ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনায় মজনুকে আসামি করে চার্জশিট দাখিল

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মজনুর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিচ্ছে গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর উত্তর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মশিউর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘মেডিক্যাল টেস্ট, ডিএনএ টেস্ট ও তদন্তে মজনুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত।’

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় কুর্মিটোলায় সড়কের পাশে মজনু তাকে ধরে নিয়ে জোরপূর্বক নির্যাতন করে। সেখান থেকে সহপাঠীরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পরদিন ৬ জানুয়ারি অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন।

এরপর, ৮ জানুয়ারি মজনুকে গ্রেফতার করে র‌্যাব। সে বর্তমানে কারাগারে। এঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মজনু। এছাড়া ভিকটিম শিক্ষার্থীও আদালতে জবানবন্দি দিয়েছে।

Exit mobile version