Site icon Jamuna Television

করোনা প্রতিরোধে সরকারের কার্যকর কোন পদক্ষেপ নেই: রিজভী

করোনাভাইরাস প্রতিরোধে সরকারের কার্যকর কোন পদক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

সোমবার সকালে মতিঝিলে করোনা সচেতনায় লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের তিনি একথা জানান।

তিনি বলেন, করনোভাইরাসের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা জরুরী। তিনি অভিযোগ করেন করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নজর নেই বরং বিরোধীদলের মত দমনে ব্যস্ত তারা।

তিনি আরও বলেন, করোনা নিয়ে সরকারের গৃহিত ব্যবস্থা সীমিত বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা।

Exit mobile version