Site icon Jamuna Television

“প্রিয় জায়গায় দায়িত্ব পেয়েছি, প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ”

২০১৮ সালে সরকার যা করবে তা নির্বাচনে প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিভাগের নবনিযুক্ত মন্ত্রী মোস্তাফা জব্বার। সরকারের মেয়াদের শেষ বছরে কাজ করা চ্যালেঞ্জের বলেও মন্তব্য করেন তিনি।

সকালে আগারাগাঁওয়ের আইসিটি বিভাগে যান মোস্তাফা জব্বার। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।  পরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে মোস্তাফা জব্বার বলেন, আমাকে সবচেয়ে প্রিয় জায়গায় দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর প্রতি আমি কৃতজ্ঞ।একই সাথে তিনি উল্লেখ করেন, সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদকে সম্মান করেই বাংলা ভাষাকে রক্ষা করা হবে। নতুন মন্ত্রী আরও জানান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিভাগের মধ্যে কোন বিরোধ নাই। দুটি বিভাগ সমন্বয় করেই দেশের উন্নয়নে কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

Exit mobile version