Site icon Jamuna Television

কুড়িগ্রামের নতুন ডিসি রেজাউল করিম

কুড়িগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিম।

রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জানানো হয়।

এরআগে, মধ্যরাতে মোবাইল কোর্ট পরিচালনা করে সাংবাদিক আরিফুল ইসলামকে আটক করে নির্যাতন ও কারাদণ্ড দেয়ার ঘটনায় প্রত্যাহার করা হয়েছে জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনকে।

একই ঘটনায় প্রত্যাহার করা হয় মোবাইল কোর্ট পরিচালনাকারী সিনিয়র সহকারী কমিশনার নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামকে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করে তুলে নিয়ে যাওয়া হয় আরিফুল ইসলামকে। এসময় তার বাসা থেকে আধা বোতল মদ ও ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ওই সাংবাদিককে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান। রোববার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে আবার জামিন দেয়া হয়।

জেলা প্রশাসক সুলতানা পারভীনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন করায় তার উপর ক্ষুদ্ধ হয়ে এ অভিযান পরিচালনা করার নির্দেশ দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক আরিফুল ইসলাম।

Exit mobile version