Site icon Jamuna Television

মুন্সীগঞ্জে হোম কোয়ারেন্টাইনে ৪৬ জন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে করোনাভাইরাসে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৪৬ জন বিদেশ ফেরত ব্যক্তি। এর মধ্যে সদর উপজেলায় ১৭ জন, টঙ্গীবাড়িতে ১৩ জন, শ্রীনগরে ৮ জন, সিরাজদিখানে ৩ জন, লৌহজংয়ে ৪ জন, গজারিয়ায় ১ জন আক্রান্ত হয়েছে। এরা সকলে করোনায় আক্রান্ত দেশসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন। এরা সকলেই সুস্থ রয়েছে।

এছাড়াও জেলায় করোনাভাইরাস মোকাবেলয়া মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলায়ও করোনা কর্নার প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসকে প্রধান করে ১১ সদস্যের একটি কমিটিও করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ জানান, আমরা প্রতিনিয়ত খোঁজ নিচ্ছি বিদেশ থেকে কোন কোন দেশ থেকে কতজন আসছে। এবং এর তথ্য আমরা প্রতিদিনই ঢাকায় হেড কোয়ার্টারে পাঠানো হচ্ছে।

Exit mobile version