Site icon Jamuna Television

গলাচিপায় লুন্ঠিত মালামালসহ ৩ ডাকাত গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় বরযাত্রী বাহী বাস ডাকাতির ঘটনায় ৩ জন ডাকাতকে গ্রেফতার করে লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো, মোঃ সাদেক মিয়া (৩০), মোঃ সহিদুল ওরফে সাইফুল(৩০) ও মোঃ নুরুল ইসলাম (২৮)।

পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি অভিযানিক দল শনিবার দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। রবিবার বিকেলে তাদের দেয়া স্বীকারোক্তি অনুসারে লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার করা হয়। সোমবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতার ও লুটকৃত ডাকাতির মালামাল উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য গত ৩ মার্চ ভোররাতে সড়কে গাছ ফেলে বরযাত্রী বহনকারী মা-মনি পরিবহন নামের একটি বাস আটক করে ৫০ জন বরযাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল লুট করে নিয়ে যায় ডাকাতরা। ঐ দিনেই সুশান্ত নামের এক ভুক্তভোগী বাদী হয়ে ৫ জনকে আসামি করে গলাচিপা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

Exit mobile version