Site icon Jamuna Television

২ এপ্রিল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ

করােনা ভাইরাস সংক্রমণ রােধকল্পে আগামী ১৮ র্মাচ থকে ২ এপ্রিল পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় র্কতৃপক্ষ। একই সাথে আগামী ১৯ র্মাচরে মধ্যে সকল আবাসকি হল ছড়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদরে নির্দেশ দওয়ো হয়ছে।

সােমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেটের সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেটে সভা থেকে নেয়া অন্যান্য সিদ্ধান্তগুলাে হচ্ছে ২২ র্মাচ থেকে ২ এপ্রিল র্পযন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয় খোলার আগ পর্যন্ত জয় বাংলা গেট ছাড়া সকল গেট বন্ধ থাকবে, একই সাথে দর্শনার্থা আগমনে নিষেধাজ্ঞা আরােপ থাকবে। এই বন্ধকালীন সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলজে ও বন্ধ রাখা হবে।

জরুরি সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামসহ সিন্ডিকেটের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে, জরুরি সিন্ডিকেটের সভার এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

Exit mobile version