Site icon Jamuna Television

করোনা সতর্কতায় এবার বন্ধ হলো দেশের সব সিনেমা হল

করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় আগামী ১৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি এবং প্রদর্শক সমিতি। সোমবার এক বৈঠক শেষে তারা এমন সিদ্ধান্ত জানায়।

সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্বের অনেক দেশ করোনায় আক্রান্ত হয়েছে। যেহেতু জনসমাগমের কারণে এই ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে, তাই আমরা আপাতত প্রেক্ষাগৃহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।

১৬ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে প্রযোজক সমিতির কার্যালয়ে আরেকটি সভায় এই সিদ্ধান্ত সমর্থন করা হয়।

এরআগে, আগামী ১৭ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত সব সারাদেশের স্কুল-কলেজ, মাদরাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে বন্ধ থাকবে দেশের সকল কোচিং সেন্টারও।

Exit mobile version