Site icon Jamuna Television

রাতে উঠিয়ে নিয়ে স্কুল শিক্ষার্থীকে গণধর্ষণ

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে সংঘবদ্ধ হয়ে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় (১৫ মার্চ) রাতে শিক্ষার্থীর বাবা বাদি হয়ে চারজনের নাম উল্লেখ করে ভূঞাপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এ ঘটনায় দুই ধর্ষণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলো, উপজেলার পলশিয়া গ্রামের আঃ হামেদের ছেলে রানা বাবু (১৬) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে জাকারিয়া (২০)।

মামলা সূত্রে জানা গেছে, ওই স্কুল শিক্ষার্থীকে স্কুলে যাতায়াতের সময় উত্ত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিত বখাটেরা। এতে প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে রানা বাবু গত সোমবার রাতে প্রকৃতির ডাকে ওই শিক্ষার্থী ঘর থেকে বের হলে আরও চারজন মিলে জোরপূর্বক তাকে সিরাজকান্দি গ্রামে নিয়ে যায়। পরে সেখানে রানা বাবু ও তার বন্ধু জীবনের সহযোগিতায় উপজেলার ৪নং পুর্নবাসন গ্রামের বাদশার ছেলে সুজন ও পলশিয়া গ্রামের খালেকের ছেলে জাকারিয়া মেয়েটিকে ধর্ষণ করে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, ৯ মার্চ রাতে ওই চারজন সংঘবদ্ধ হয়ে ওই শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তি গ্রাম সিরাজকান্দিতে নিয়ে গিয়ে জাকারিয়া ও সুজন তাকে ধর্ষণ করে। আটক রানা বাবু ও জাকারিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে।

Exit mobile version