Site icon Jamuna Television

বিদেশফেরত সরকারি কর্মকর্তা-কর্মচারী হলেও কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

সরকারি কর্মকর্তা-কর্মচারী যারাই বিদেশ থেকে আসবে তাদেরও কোয়ারেন্টাইনে যেতে হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এ সময় জ্বর নিয়ে কেউ যেনো মসজিদে না যায়- সে ব্যাপারে সতর্ক করেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। শিক্ষার্থীরা যাতে কোনভাবে বাইরে না যায় সে ব্যাপারে সচেতন থাকার কথাও বলেন তিনি। উল্লেখ্য, আজকের মন্ত্রিসভায় ট্যুর অপারেটর আইন ২০২০’র খসড়া অনুমোদন দেয়া হয়েছে।

Exit mobile version