Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে ৪৫ জনকে দেয়া হচ্ছে করোনাভাইরাসের প্রতিষেধক

কোভিড নাইনটিনের সম্ভাব্য প্রতিষেধকের প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল হবে আজ। যুক্তরাষ্ট্রের সিয়াটলে ৪৫ জন স্বেচ্ছাসেবকের দেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হবে প্রতিষেধকটি। সরকারি সূত্রের বরাতে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সিয়াটলের কায়সার পার্মানেন্ট ওয়াশিংটন হেলথ রিসার্চ ইনস্টিটিউটে হবে এ পরীক্ষা। প্রাথমিক সাফল্য নিশ্চিত হলে, আরও বড় পরিসরে হবে পরীক্ষা। তবে প্রতিষেধক হিসেবে ওষুধটির চূড়ান্ত কার্যকারিতা প্রমাণে লেগে যাবে কমপক্ষে ১৮ মাস। ট্রায়ালে অংশ নেয়া ৪৫ জনই বয়সে তরুণ এবং সম্পূর্ণ সুস্থ। একেকজনের দেহে একেক ডোজে প্রয়োগ করা হবে একই ওষুধ। কোনোরকম ভাইরাস দিয়ে প্রতিষেধকটি তৈরি নয় বলে স্বেচ্ছাসেবকদের কারোই নতুন করে কোনো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই। কেবলমাত্র পার্শ্বপ্রতিক্রিয়ার ব্যাপারে নিশ্চিত হওয়াই লক্ষ্য।

Exit mobile version