Site icon Jamuna Television

গাজীপুরে হোম কোয়ারেন্টাইন থেকে ৮ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে প্রেরণ

গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা ৪৮ জন প্রবাসীর মধ্য থেকে গতকাল রবিবার রাতে ৪ জনকে, আজ সোমবার রাত ৯টায় আরো ৪ জনসহ মোট ৮ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। গাজীপুরে আনার পর থেকে তাদের শরীরের তাপমাত্রা অস্বাভাবিক ছিল।

পরে রবিবার রাতে অন্যান্য প্রবাসীরা এটা নিয়ে কোয়ারেন্টাইনে হট্টগোল শুরু করলে ওই ৪ জনকে এ্যাম্বুলেন্সে করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। এদিকে ওই ৪ ব্যক্তির সংস্পর্শে থাকা আরও ৪জনকে পৃথক ভাবে রাখার পর আজ রাতে তাদের রাজধানীর উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে প্রেরণ করা হয়। বাকি ৪০ জনকে প্রাথমিকভাবে এখানেই রাখা হচ্ছে। এদের মধ্যে কারোর অবনতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাদের কুয়েতমৈত্রী হাসপাতালে প্রেরণ করা হবে জানিয়েছেন সিভিল সার্জন।

এছাড়াও, তাদের প্রতিনিয়ত চিকিৎসা সহ সকল বিষয় দেখভাল করছেন প্রশাসন।

Exit mobile version