Site icon Jamuna Television

করোনা সচেতনতার ক্যাম্পেইনে রামোস-মার্সেলো-বেনজেমা

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘরে বসে করোনার বিপক্ষে খেলার কথা জানালেন ফুটবলাররা। সকল প্রকার খেলাধুলা বন্ধ ও বেশ কয়েকজন নামকরা ফুটবলার ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকায় এমন মন্তব্য করেছেন তারা।

এদিকে হ্যাশট্যাগ ‘স্টে এট হোম’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে করোনা সচেতনতার ক্যাম্পেইন করছেন বেশ কয়েকজন ফুটবলার। ক্যাম্পেইনে অংশ নিয়েছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস, মার্সেলো, করিম বেনজেমা ও রাফায়েল ভারানে।

নিজের টুইটার হ্যান্ডলে সার্জিও রামোস লিখেছেন, সবাই একসাথে হয়ে লড়ার সময় এটা। একইসাথে এই প্রচারণার অংশ হিসেবে একটি ভিডিও টুইট করেছেন আর্সেনাল ফুটবলার শাকোদ্রান মুস্তাফি।

Exit mobile version