Site icon Jamuna Television

করোনা আতঙ্কে পুণ্যভূমি ভাটিকানের রাস্তা ফাঁকা, একাই হাঁটলেন পোপ

ঘটনাস্থল খৃষ্টানদের পুণ্যভূমি ভাটিকান সিটি। সেখানে মানুষের দেখা নেই। দেখলেই মনে হয় মানব সভ্যতা বোধহয় এখানে এসে সমাপ্ত হয়েছে। করোনাভাইরাস প্রভাবে বদলে গিয়েছে পুরো শহরের দৃশ্য। খ্রিষ্টানদের গুরু পোপ ফ্রান্সিস তাই একাই হাঁটছেন রাস্তায়। অথচ যিনি জানালার সামনে এসে দাঁড়ালেই মানুষের ঢল নামতো।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, প্রতিদিনের মতোই পোপ ফ্রান্সিস এসে দাঁড়িয়েছেন জানালায়। অথচ নীচে জনসমুদ্র নেই। শূন্যতা ভর করেছে ভাটিকানের রাস্তায়।

ইউরোপের প্রধান দেশ ইতালির অবস্থা ভয়াবহ। করোনাভাইরাসে ইতালি হয়ে উঠেছে মৃত্যুপুরী। এ অবস্থাতে কিছুতেই চুপচাপ বসে থাকতে পারছেন না পোপ ফ্রান্সিস। সমস্ত নিষেধ উপেক্ষা করেই দু’টি গির্জা পরিদর্শনে যান তিনি। পোপ প্রার্থনা সারেন সান্টা মারিয়া ম্যাগিওরে গির্জাতে। সেই ছবিটিও ধরা পড়েছে ক্যামরায়। ছবিতে দেখা যায়, পোপ একা হেঁটে চলেছেন রাস্তা দিয়ে, আর চারদিক শুনশান নিরবতা।

Exit mobile version