Site icon Jamuna Television

দুমকিতে অগ্নিকাণ্ডে ভষ্মীভূত মন্দিরসহ ৫টি বসত ঘর

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপ‌জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মন্দিরসহ ৫টি গৃহ ভষ্মীভূত হয়ে অন্তত ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার লেবুখালী গ্রামে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী লেবুখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো: দেলোয়ার হোসেন মোল্লা জানান, রাত ২টার দিকে লেবুখালী গ্রামের সুবল দাসের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডে সুবল দাসের বসতঘর, গুদামঘর ও মন্দিরসহ ৫টি ঘর সম্পূর্ণ ভষ্ম হয়ে গেছে। এতে অন্তত ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ব‌লে তি‌নি দাবি ক‌রেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুবল দাস জানান, আকস্মিক আগুন লেগে বসতঘরের ফ্রিজ ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সারা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। ভোর ৪টায় ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌছার আগেই ৫টি ঘর সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়। তবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। স্থানীয়দের ধারনা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মেহেদী হাসান অগ্নিকাণ্ডের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

Exit mobile version