Site icon Jamuna Television

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন না করায় বিএনপি-জামাতকে জনগন ধিক্কার দিয়েছে: নাসিম

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম- ফাইল ছবি

একটি দল গোষ্ঠী কোনদিনও বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করতে পারলোনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কোন অনুষ্ঠান না করায় বিএনপি জামাতকে জনগন ধিক্কার দিয়েছে বলে মন্তব্য করেছেন সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

আজ মঙ্গলবার সকালে মুজিববর্ষ উপলক্ষ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির উদ্যোগে আজিমপুর সলিমুল্লাহ এতিমখানায় অসহায়, এতিমদের মাঝে খাদ্য বস্ত্র ও করোনা প্রতিরোধ সামগ্রী বিতরন অনুষ্ঠানে এ কথা বলেন।

এসময় তিনি বলেন, সারাদেশে উৎসবমুখর পরিবেশে জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। বলেন, করোনা প্রতিরোধে জয়লাভ করবে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেকোন দুর্যোগে আওয়ামী লীগ জনগনের পাশে থাকবে বলেও মন্তব্য করেন নাসিম।

Exit mobile version