Site icon Jamuna Television

হিলি সীমান্তে ইয়াবাসহ আটক ১

হিলি প্রতিনিধি:
দিনাজপুরে হিলির রায়ভাগ সীমান্তে অভিযান চালিয়ে ৩ হাজার ৯ শত পিচ ইয়াবাসহ আব্দুল হাকিম (৫৫) নামের একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

হিলি বাসুদেবপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার চাঁন মিয়া জানান, আজ মঙ্গলবার সকালে একজন মাদক পাচারকারী ভারত থেকে মাদকের একটা বড় চালান নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সূত্রের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্তবর্তী রায়ভাগ এলাকায় ১০ নং পোস্ট থেকে আব্দুল হাকিম (৫৫) নামের একজনকে আটক করে।

তিনি আরও জানান তার শরীর তল্লাশি করে ৩ হাজার ৯ শত ৮০ পিচ ইয়াবা ও ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃত আব্দুল হাকিম উপজেলার চেংগ্রামের আব্দুল হামিদের ছেলে। আটককৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। এ ব্যাপারে হাকিমপুর থানায় একটি মামলা করা হয়েছে।

Exit mobile version