Site icon Jamuna Television

কোয়ারেন্টাইনের নিয়ম না মানলে প্রয়োজনে জেল: স্বাস্থ্যমন্ত্রী

হোম কোয়ারেন্টাইনে পাঠানো কেউ নিয়ম না মানলে আর্থিক জরিমানা করা হচ্ছে; প্রয়োজনে তাদের জেল দেয়া হবে। এ মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

দুপুরে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে নতুন করোনা ইউনিটের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, করোনা স্ক্রিনিং কিট এর জন্য অর্ডার দেয়া হয়েছে। সারা বিশ্বে ব্যাপক চাহিদা তৈরি হলেও দেশে করোনা শনাক্তকরণ কিটের কমতি হবে না বলেও জানান জাহিদ মালেক। এসময় কোয়ারেন্টাইনের নিয়ম মেনে চলার আহ্বান জানান মন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকলেও শিক্ষার্থীদের বাড়িতে থাকতে বলেন তিনি। পরে নতুন করোনা ইউনিট ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এই ইউনিটে দেশের করোনা পরিস্থিতির সকল তথ্য-উপাত্ত সংরক্ষণ ও করোনা প্রতিরোধে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

Exit mobile version