Site icon Jamuna Television

প্রেমের ফাঁদে ফেলে বাসায় নিয়ে চাঁদা দাবি, আটক ৪

রংপুর মহানগরীর জুম্মাপাড়ার একটি বাসা থেকে প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়ের অভিযোগে দুই নারীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, লালমনিরহাটের পাটগ্রামের শ্যামল চন্দ্র নামে এক ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে জুম্মাপাড়া ওই বাড়িতে আনা হয় সোমবার রাতে। এরপর রুমে ঢুকিয়ে দেয়া হয় সেখানে আগে থেকেই ছিলেন তাদের নিয়োগকৃত একজন নারী। কিছুক্ষণ পরেই দুইজন পুরুষ ওই ঘরে প্রবেশ করে মেয়েটির সাথে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে এনে তার কাছে চাঁদা দাবি করে। উপায়ন্তর না দেখে তাৎক্ষণিকভাবে ২৬ হাজার টাকা তাদের দেয় শ্যামল চন্দ্র। ওই টাকা নেয়ার পর আরও দুই লাখ টাকা দাবি করে তারা। টাকা না দেয়ায় চলতে থাকে মারপিট।

খবর পেয়ে আজ মঙ্গলবার ভোররাতে রংপুর মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে শ্যামলকে উদ্ধার করে এবং প্রতারক রুপা, হাবিবা, মিন্টু ও মোহনকে আটক করে।

Exit mobile version