Site icon Jamuna Television

বাতাসে ৩ ঘণ্টা, প্লাস্টিক ও স্টিলে ৩ দিন বেঁচে থাকে করোনাভাইরাস

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত নতুন গবেষণায় দেখা গেছে, মানবদেহের বাইরে বস্তুভেদে দুই থেকে তিন দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে নভেল করোনাভাইরাস। সর্বাধিক এবং বহুল ব্যবহৃত প্লাস্টিক ও স্টেইনলেস স্টিলের পণ্য এক্ষেত্রে সবচেয়ে অনিরাপদ। তামাজাতীয় ধাতব পদার্থে চার ঘণ্টা আর কার্ডবোর্ডে ২৪ ঘণ্টা পর্যন্ত বাঁচতে পারে ভাইরাসটি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

কোভিড-১৯ নামে ডাকা এই শ্বাসপ্রশ্বাসঘটিত সংক্রমণ থেকে বাঁচতে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে এই গবেষণায়। হাসপাতাল ও বাড়ির বিভিন্ন স্থানে এক আক্রান্তের শরীর থেকে নির্গত ভাইরাসের নকল কপি তৈরির চেষ্টা করেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের বিজ্ঞানীরা।

তারা একটি অ্যারোসল তৈরি করতে একটি ডিভাইস ব্যবহার করেন, যাতে হাঁচি ও কাশির ভেতরে সৃষ্ট শরীর থেকে নির্গত আণুবীক্ষণিক জলীয় বিন্দুর হুবহু নকল করা সম্ভব হয়।

এরপর বিজ্ঞানীরা বের করার চেষ্টা করলেন, উপরিভাগে কতটা দীর্ঘ সময় এই ভাইরাস টিকে থাকতে সক্ষম হবে। মঙ্গলবার নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে এই নিবন্ধ প্রকাশিত হয়েছে।

পরীক্ষায় দেখা গেছে, কারো কাশি কিংবা হাঁচিতে নির্গত জলীয় বিন্দুতে যে ভাইরাস সৃষ্টি হয়, তা অ্যারোসলে অন্তত তিন ঘণ্টা পর্যন্ত টিকে থাকতে বা তা মানুষকে সংক্রমিত করতে পারে।

প্লাস্টিক কিংবা স্টেইনলেস স্টিলের ওপর তিন দিন পরেও এই ভাইরাস পাওয়া গেছে। কিন্তু কার্ডবোর্ডের ওপর ২৪ ঘণ্টার বেশি এটি টিকে থাকতে পারেনি। আর কপারের ওপর নিষ্ক্রীয় হতে সময় লাগছে চার ঘণ্টা।

Exit mobile version