Site icon Jamuna Television

করোনাভাইরাসে প্রাণ যাবে ২২ লাখ মার্কিনী, পাঁচ লাখ ব্রিটিশের

নভেল করোনাভাইরাস প্রাণ কেড়ে নিতে পারে ২২ লাখ মার্কিনী আর পাঁচ লাখ ব্রিটিশের। ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু মহামারি পরিস্থিতির সাথে বর্তমান পরিস্থিতির পারিসাংখ্যিক তুলনা ও বিশ্লেষণে পাওয়া গেছে এমন আভাস। ইমপেরিয়াল কলেজ অব লন্ডনের কোভিড-১৯ রেন্সপন্স টিমের বরাতে দ্য ইন্টারসেপ এমন তথ্য দিয়েছে।

বলা হয়, ক্লাব-পাব-থিয়েটারের মতো জনসমাগমের জায়গা এড়িয়ে চলাসহ কঠোরভাবে সামাজিক দূরত্ব এড়িয়ে চললে মহামারির বিস্তৃতি কমিয়ে আনা সম্ভব। এক্ষেত্রে বড় ধরনের আর্থ-সামাজিক চাপেরও ঝুঁকি রয়েছে। ফলে সবদিক থেকেই সামনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে বিশ্ব, হুঁশিয়ারি গবেষকদের।

প্রতিবেদনে আরও বলা হয়, কোভিড-১৯ ভাইরাসের টিকা আবিষ্কার করতে অন্তত আঠারো মাস সময় লেগে যেতে পারে।

আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকদের একটে বড় সংখ্যক হবেন দরিদ্ররা। অসুস্থতার সময় কাজে যেতে না পেরে আর্থিক সংকট ও চিকিৎসার অভাবে নিম্ন আয়ের মার্কিন নাগরিকরা বেশি ঝুঁকিতে পড়ে যাবেন। এতে ভাইরাসটি আরও প্রাণঘাতী রূপ নিতে পারে।

Exit mobile version