Site icon Jamuna Television

করোনায় আদালত বন্ধ হবে কিনা বিচারপতিদের সাথে বসে দ্রুত সিদ্ধান্ত: প্রধানবিচারপতি

করোনার কারণে আদালত বন্ধ হবে কিনা তা সব বিচারপতির সাথে বসে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

মুজিব বর্ষ উপলক্ষে সুপ্রিম কোর্টের সামনে ফোয়ারার পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন প্রধান বিচারপতি।

এসময় তিনি জানান, আমাদের জরুরি বিচারপ্রার্থীদের কথা ভুলে গেলেও চলবে না। তাই সব বিচারপতিররা একত্রে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। এরআগে করোনা ভাইরাসের কারণে সুপ্রিমকোর্টসহ দেশের সকল আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

Exit mobile version