Site icon Jamuna Television

করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি।

দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি দাবি করেন, দেশের জেলা পর্যায়ের হাসপাতালও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে।

দুপুরে বিএসএমএমইউতে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সাধারণ জ্বর সর্দিতে হাসপাতালে চিকিৎসা সেবা না মেলার তথ্য সঠিক নয়। সরকার হোম কোয়ারেইন্টাইনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেকোন ধরনের সভা-সমাবেশ ও জমায়েত সীমিত করার কথা বলা হয়েছে। তবে যারা বিদেশ থেকে আসছেন তারা হোম কোয়ারেইন্টাইন মানছে না। এব্যাপারে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version