Site icon Jamuna Television

বরিশালের জেলা জজ ও এডিসি কোয়ারেন্টাইনে

অস্ট্রেলিয়ায় ট্রেনিং শেষে দেশে ফেরা বরিশালের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এবং ভারত থেকে দেশে ফেরা বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস হোম কোয়ারেন্টাইনে আছেন।

বুধবার বরিশালের পাবলিক প্রসিকিউটর এবং জেলা প্রশাসক এই দুই কর্মকর্তার হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছেন। মঙ্গলবার তারা দেশে ফেরেন এবং বরিশালেই তারা কোয়ারেন্টাইনে রয়েছেন।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, সম্প্রতি ভারত থেকে দেশে ফেরা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর একেএম জাহাঙ্গীর জানান, অস্ট্রেলিয়ায় ট্রেনিং শেষে দেশে ফেরা বরিশাল জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামকেও হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Exit mobile version