Site icon Jamuna Television

সুনামগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে জনসমাগমে নিষেধাজ্ঞা

সুনামগঞ্জ প্র‌তি‌নি‌ধি:
করোনাভাইরাসের কারণে সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন স্পটে জনসমাগমে নিষেধাজ্ঞা প্রদান করেছে প্রশাসন। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

হাওর-বাওড় আর বাউল গানের এলাকা হিসেবেই পরিচিত সুনামগঞ্জ। জেলার টাঙ্গুয়ার হাওর কিংবা স্বচ্ছ জলের যাদুকাটা নদী, কিংবা সীমান্তের বারেকটিলা, শিমুল বাগান অথবা পাহাড়ঘেঁষা শহীদ সিরাজ লেক দেখতে প্রতিদিন হাজারো পর্যটন ঘুরতে আসেন সুনামগঞ্জে।

সম্প্রতি দে‌শের সকল বিদ্যালয়-কলেজ বন্ধ ঘোষণা করায় পর্যটক সংখ্যা যেন বৃদ্ধি না পায় সে জন্যই এ নিষেধাজ্ঞা প্রদান করেছে প্রশাসন।

এ ব্যপারে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, বড় ধরনের লোক সমাগমের জমায়েতের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী আমরা সবাইকে ভ্রমণে নিরুৎসাহিত করছি।

একইসাথে সবাই যাতে নিজ থেকে করোনাভাইরাস প্রতিরোধের জন্য প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলেন সেজন্য সবাইকে আহ্বান জানান তিনি।

Exit mobile version