Site icon Jamuna Television

নওগাঁয় হোম কোয়ারেন্টাইন ভঙ্গ করায় জরিমানা

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁয় হোম কোয়ারেন্টাইন ভঙ্গ করায় কাতার ফেরত মোজাফফর হোসেনের (৩৮) নামে এক প্রবাসীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালতে তার অর্থদণ্ডের আদেশ দেন। পরে তিনি সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ১৫ মার্চ মোজাফফর হোসেন কাতার থেকে নিজ বাড়িতে আসেন। এ সময় উপজেলা প্রশাসন তাকে ১৪দিনের হোম কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দেন। কিন্তু তিনি হোম কোয়ারেন্টাইন শর্ত না মেনে এলাকায় এবং স্থানীয় বাজারে ঘোরাফেরা করছেন।

সন্ধায় তাকে বাজারে পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেম ৪৫০০ টাকা জরিমানা করে পুনারায় ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

তিনি আরও বলেন, বিদেশফেরত প্রবাসীরা নওগাঁয় ফিরলে তাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহন করতে হবে। এটা শুধু নিজের জন্য নয় পরিবার ও স্থানীয়দের সুস্থ্যতার কথা চিন্তা করে সরকার এই পদক্ষেপ গ্রহন করেছে। এ নিয়ম অমান্যকারীর বিরুদ্ধে যথাযত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানা তিনি।

Exit mobile version