Site icon Jamuna Television

জরিমানার পরে প্রবাসীর ঘরে তালা লাগিয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

কুমিল্লা ব্যুরো:
কুমিল্লার লাকসামে ইতালী প্রবাসী এক পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইন অমান্য করে অবাধে ঘোরাঘুরি করায় ১০হাজার টাকা জরিমানা ও হোম কোয়ারান্টাইনের জন্য বাড়িতে তালা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে পৌর এলাকার ইতালি প্রবাসীর বাড়ীর সামনে উপস্থিত হয়ে এ আদেশ দেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম। ইতালী প্রবাসী পরিবারের সদস্যদের মধ্যে দুই শিশু সন্তান ও স্বামী স্ত্রী রয়েছে। তারা চলতি মাসের ১০ মার্চ ইতালী থেকে দেশে ফেরেন।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলম জানান, ওই পরিবারের সদস্যরা ইতালী থেকে দেশে আাসার পর তাদেরকে হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। কিন্তু তারা তা না মানায় ১০হাজার টাকা জরিমানাসহ ১৪ দিনের কোয়ারান্টাইন নিশ্চিতের জন্যে মুল ফটকে তালা দেয়া হয়েছে।

হোম কোয়ারেন্টাইন থাকা ওই পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তা অনুযায়ী নিরাপদ ভাবে সকল কিছু সরবরাহ করা হবে।

এদিকে কুমিল্লায় মোট হোম কোয়ারেন্টাইনে ৩১২ জন। বিদেশ ফেরত কুমিল্লা জেলার ১৭ উপজেলায় আজ বুধবার নতুন করে ১৩৮ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

Exit mobile version