Site icon Jamuna Television

করোনায় ২৪ ঘণ্টায় বিশ্বে রেকর্ড ৯৯০ জনের মৃত্যু

নভেল করোনাভাইরাসের প্রকোপে গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে রেকর্ড ৯৯০ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে, ইতালিতেই প্রাণ হারিয়েছেন ৪৭৫ জন।

সারা বিশ্বে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮,৯৬৮ জনে; আক্রান্ত দু’লাখ ১৯ হাজারের বেশি। ইতালিতে তিন হাজার ছুঁতে যাচ্ছে মৃতের সংখ্যা; আক্রান্ত ৩৬ হাজারের কাছাকাছি। ইউরোপের অন্যান্য দেশগুলোতেও জ্যামিতিক হারে বাড়ছে মৃত্যু ও সংক্রমণ। স্পেন ও ফ্রান্সে একদিনের ব্যবধানে মৃতের সংখ্যা ২শ’র কাছাকাছি।

বিশ্বের ১৭৬টি দেশে নতুনভাবে কোভিড নাইনটিন শনাক্ত হয়েছে ২১ হাজারের কাছাকাছি মানুষের শরীরে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, নভেল করোনাভাইরাসের সংক্রমণের শিকার ৮০ ভাগ মানুষই ইউরোপ ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বা এশিয়ার মানুষ। এরজন্য, ভাইরাস শনাক্তকরণের দুর্বল অবকাঠামো, অসতর্কতা এবং অর্পযাপ্ত চিকিৎসা ব্যবস্থাকে দায়ী করছে- WHO।

Exit mobile version