Site icon Jamuna Television

এএফসি কাপের সব আঞ্চলিক ম্যাচ স্থগিত

করোনাভাইরাসের কারণে এবার স্থগিত করা হয়েছে এএফসি কাপের সব আঞ্চলিক ম্যাচ। বুধবার এ সিদ্ধান্ত জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন।

এর আগে বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইপর্বের সব ম্যাচ স্থগিত করেছিলো এএফসি। করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশ ভ্রমণে বিধি নিষেধ আরোপ করায় এমন সিদ্ধান্ত এশিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থার। তবে টুর্নামেন্ট কবে শুরু হবে তার স্পষ্ট কোনো নির্দেশনা দেয়নি সংগঠনটি। পুরো পরিস্থিতি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত জানাবে এএফসি। এর আগে প্রতিযোগিতার পশ্চিম এশিয়ার ম্যাচগুলো স্থগিত করেছিলো এএফসি। আসরের ‘ই’ গ্রুপে খেলছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস। প্রথম ম্যাচে মালদ্বীপের ক্লাব টিসি স্পোটর্সকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে কিংস।

Exit mobile version