Site icon Jamuna Television

উত্তরা গণভবন-রানী ভবানীর রাজবাড়িসহ সকল দর্শনীয় স্থান বন্ধ

স্টাফ রিপোর্টার, নাটোর
করোনা সর্তকতায় নাটোরের উত্তরা গণভবন এবং রানী ভবানীর রাজবাড়িসহ সকল দর্শনীয় স্থান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে এই নির্দেশনা জারি করা হয়।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, সারাদেশের ন্যায় নাটোরেও করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে বিদেশ থেকে আসা ২৩ জন হোম কোয়ারেন্টাইনে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। সেই ধারাবাহিকতায় সতর্কতার অংশ হিসাবে উত্তরা গণভবন এবং রানী ভাবানীর রাজবাড়িসহ সকল দর্শনীয় স্থান ৩১ মার্চ পর্যন্ত সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

Exit mobile version