Site icon Jamuna Television

ফরিদপুরে বিদেশ ফেরত ৩৮৩৫, কোয়ারেন্টাইনে ২০ জন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে করোনা ভাইরাস প্রতিরোধে ৩ হাজার ৮শ’ ৩৫ জন বিদেশ ফেরত যাত্রীর তালিকা নিয়ে মাঠে নেমেছে স্বাস্থ্য বিভাগ। যাদের স্বউদ্যোগে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা থাকলেও তারা সে নির্দেশ মানছেন না। বরং করোনা ভাইরাস ছড়ানোর আশঙ্কা নিয়েই তারা ঘুরে বেড়াচ্ছেন।

গত ৩ মার্চ হতে ১৫ মার্চ পর্যন্ত এরা বিদেশ থেকে এসেছেন যাদের বেশিরভাগই ভারত থেকে দেশে এসেছেন। গত মঙ্গলবার ফরিদপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, ইমিগ্রেশন পুলিশের তরফ হতে ফরিদপুরের স্বাস্থ্য অধিদফতরের নিকট এ তালিকা সরবরাহ করা হয়েছে। এদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা রয়েছে।

জেলা প্রশাসক জানান, ফরিদপুরে এখন পর্যন্ত ১১ জনকে বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে করোনা নিয়ে আতঙ্ক না ছড়িয়ে যার যার অবস্থান হতে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি। সংবাদ সম্মেলনে ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান, পুলিশ সুপার আলিমুজ্জামান উপস্থিত ছিলেন।

এদিকে, বুধবার সকালে যোগাযোগ করা হলে সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, জেলায় এখন পর্যন্ত ২০ জন বিদেশ ফেরত যাত্রী স্বউদ্যোগী হয়ে তাদের সাথে যোগাযোগ করেছেন। যারা সকলেই নিজ উদ্যোগেই হোম কোয়ারেন্টাইনে আছেন। এদের মধ্যে শহরের ঝিলটুলীর তিনজন ইতিমধ্যে সংক্রমণ ঝুঁকির সময়সীমা অতিক্রম করায় তাদেরকে মুক্তভাবে চলাফেরার অনুমতি দেয়া হয়েছে। জেলা শহরের বাইরে এখন পর্যন্ত চরভদ্রাসনে ১০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে তিনি জানান।

Exit mobile version