Site icon Jamuna Television

দেশে আরও ৩ জন করোনা আক্রান্ত শনাক্ত

দেশে নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ । এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে।

দুপুরে মহাখালীতে আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে জানান, আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। আক্রান্ত ব্যক্তিরা একই পরিবারের সদস্য বলেও জানান, ডা. আবুল কালাম আজাদ। ইতালিফেরত একজনের সংস্পর্শে এসে তারা আক্রান্ত হয়েছেন।

এই জাতীয় দুযোর্গে চিকিৎসক, নার্সদে এগিয়ে আসার আহ্বান জানান, তিনি। মহাপরিচালক জানান, আরও এক লাখ করোনা পরীক্ষার কিট আনা হচ্ছে। এরইমধ্যে দুই হাজার কিট এসে পৌছেছে। একই সাথে চিকিৎসা কর্মীদের জন্য নিরাপত্তা সরঞ্জামও আনা হচ্ছে বলে জানিয়েছেন, আবুল কালাম আজাদ।

এরআগে গতকাল বুধবার দেশে ৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়। আর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত এক বয়স্ক ব্যক্তির।

Exit mobile version