Site icon Jamuna Television

করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান

করোনাভাইরাস মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেসপনসিবিলিটি। সকালে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন এ আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, করোনা প্রাদুর্ভাবে সবকিছু বন্ধ করা গেলেও হাসপাতাল বন্ধ রাখা যাবে না। ডাক্তারদের মাধ্যমে অন্যান্য রোগীদের মাঝে এই ভাইরাস ছড়াতে পারে তাই কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এসময় বক্তারা চিকিৎসকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে প্রাইভেট প্রটেক্টিভ ইকুইপমেন্ট- পিপিই সরবারহের দাবি জানান।

Exit mobile version