Site icon Jamuna Television

গাইবান্ধায় বিদেশ ফেরত ৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে

গাইবান্ধা প্রতিনিধি
বিদেশ থেকে ফেরত আসা গাইবান্ধার সাতটি উপজেলায় ৮৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর পর্যন্ত ৫০ জন এবং গত ৭ মার্চ থেকে গত ১৮ মার্চ পর্যন্ত ৩৪ জনসহ মোট ৮৪ জনকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়।

এরমধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ১১ জন, সুন্দরগঞ্জে ১৭ জন, সাদুল্লাপুরে ৭ জন, গোবিন্দগঞ্জে ১১ জন, ফুলছড়িতে ১৭ জন, সাঘাটায় ১৯ জন ও পলাশবাড়ীতে ২ জন রয়েছে।

গাইবান্ধার সিভিল সার্জন এবিএম আবু হানিফ এ তথ্য নিশ্চিত করে জানান, বিদেশ ফেরত ৮৪ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা যাতে নিয়মের বাইরে না চলে সেজন্য তাদের উপর কড়া নজরদারি রাখা হচ্ছে। তবে এ পর্যন্ত তাদের শরীরে কোনো লক্ষণ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, কোয়ারেন্টাইনের জন্য গাইবান্ধা যুব উন্নয়ন অধিদফতরের কার্যালয় ও জেলা আনসার-ভিডিপি কার্যালয়কে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া গাইবান্ধা সদর হাসপাতালের দ্বিতীয় তলায় ৫ শয্যার কোয়ারেন্টাইন ও আইসোলেসন ইউনিট খোলা হয়েছে।

Exit mobile version