Site icon Jamuna Television

মানিকগঞ্জে কোয়ারেন্টাইনে না থাকায় জরিমানা

হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্য করে বাড়ির বাইরে বের হওয়ায় মানিকগঞ্জ পৌর-এলাকায় দক্ষিণ-আফ্রিকা ফেরত এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এই দণ্ডাদেশ প্রদান করেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মত্ত এলাকার মহর আলীর ছেলে শাহীন মিয়া (৩৬) গত ১০ মার্চ দক্ষিণআফ্রিকা থেকে দেশে ফিরেন। সরকারী নির্দেশনা মোতাবেক তার হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। কিন্তু তিনি তা না করে বাড়ির বাইরে ঘোরাফেরা করছেন- এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালান তিনি।
হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘোরা-ফেরা করার কারণে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে তাকে হোম কোয়ারেন্টের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে হোম কোয়ারেন্টাইনের আওতায় এসেছে আরো ৬৩ জনকে। এ নিয়ে জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে প্রবাসীদের সংখ্যা ৪০৪ জন।

Exit mobile version