Site icon Jamuna Television

কোচিং সেন্টার খোলা রাখায় ২ শিক্ষককে আটক

করোনাভাইরাস পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধ অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় মাদারীপুরের শিবচরে ২ শিক্ষককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে জেলার শিবচর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান পৌরসভার একটি মার্কেটের দোতলায় অভিযান পরিচালনা করেন। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে কম্পিউটার কোচিং সেন্টার খোলা রাখার অপরাধে কোচিং সেন্টারের মালিক মো: রবিউল ইসলামকে আটক করা হয়। এর আগে একই উপজেলার সূর্য্যনগর এলাকায় একটি কোচিং সেন্টার খোলা রেখে শিক্ষার্থীদের ক্লাস করানোর সময় কোচিং সেন্টারের মালিক শিক্ষক মো: পলাশকে আটক করা হয়। অভিযানকালে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মো: আমির হোসেনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিল।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখার অপরাধে দুইটি কোচিং সেন্টার বন্ধ করা হয়েছে। কোচিং স্টোরের মালিক দুই শিক্ষককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version