Site icon Jamuna Television

ফ্রান্স প্রবাসীর বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিলো প্রশাসন

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে এক ফ্রান্স প্রবাসীর বিয়ের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন। আজ দুপুরে উপজেলার আমবাড়িয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিয়ে বন্ধ করেন সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার।

আমবাড়িয়া এলাকার আবু তাহেরের ৩ ছেলে থাকেন ফ্রান্সে। ইদানিং তারা সকলেই বাড়ি ফিরেন। সবশেষ গত ১৪ মার্চ তার ছোট ছেলে আতিক মিয়া দেশে আসেন। এদিকে আগামীকাল ২০ মার্চ তার বড় ছেলে মাহবুবুর রহমানের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দাওয়াত দেয়া হয় অন্তত ৮শ’ মানুষকে। আজ সন্ধ্যা বাড়িতে গায়ে হলুদ অনুষ্ঠানের কথা। খবর পেয়ে দুপুরে বিয়ে বাড়িতে হাজির হয়ে অনুষ্ঠান আয়োজন বন্ধ করেন উপজেলা ভূমি অফিসার।

এসময় ফ্রান্স থেকে গত ১৪ মার্চ দেশে ফেরা আতিক মিয়াকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়।

Exit mobile version