Site icon Jamuna Television

কোয়ারেন্টিনে না থেকে বিয়ে করায় বর ও কনে পক্ষকে জরিমানা

হোম কোয়নেরন্টিন নির্দেশনা না মানায় মৌলভীবাজারে একটি বিয়ের অনুষ্ঠান বন্ধ এবং পৃথক তিনজনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শহরের পৌর কমিউনিটি গ্রিস ফেরত এক যুবকের বিয়ের অনুষ্ঠান বন্ধ করে কনে পক্ষকে ৫০ হাজার টাকা এবং কমিউনিটি সেন্টারকে আরো ৫০ হাজার অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নেছার উদ্দিন নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড প্রদান করেন।

অন্যদিকে কুলাউড়া উপজেলার বমরচালে এক বরকে ১০ হাজার টাকা এবং মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় বিদেশফেরত এক যুবককে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

Exit mobile version