Site icon Jamuna Television

বান্দরবানে দুই তঞ্চঙ্গ্যা কিশোরীকে ধর্ষণ, থানায় মামলা

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের ধর্ষণের শিকার হয়েছেন দুই তঞ্চঙ্গ্যা কিশোরী। বুধবার রাতে পরিচিত দুই টেক্সি চালক তাদের ধর্ষন করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত দুই টেক্সি চালক হলেন উবাচিং মারমা ও সুমন বড়ুয়া (সাইরা)। জানা যায়, কৌশলে আটজন গার্মেন্টসকর্মীকে বাড়িতে পৌছে দেবে বলে গাড়িতে তোলে উবাচিং ও সুমন। পরে ৬ জনকে বিভিন্নস্থানে ড্রপ দেওয়ার পর বাকী দুইজনকে নীলাচল রাস্তায় টাইগার পাড়ার নির্জন স্থানে নিয়ে ছুরি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

রাতেই বান্দরবান সদর থানায় এসে অভিযোগ করেন ভুক্তভোগীরা। বান্দরবান সদর খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম ভুক্তভোগীদের বান্দরবান সদর হাসপাতালে পরীক্ষার জন্য পাঠান। আজ বৃহস্পতিবার সকালে কিশোরীদের বক্তব্য রেকর্ড করে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সহিদুল ইসলাম।

Exit mobile version