Site icon Jamuna Television

শিবালয়ে আবাসিক হোটেল ও পর্যটন স্থান বন্ধের নির্দেশ

মানিকগঞ্জের শিবালয়ে গণজমায়েত বন্ধের পাশাপাশি আবাসিক হোটেল, মোটেল, কমিউনিটি সেন্টার ও পর্যটন স্থান বন্ধের নির্দেশ দিয়েছেন স্থানীয় প্রশাসন। আজ উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় দেশের মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপের অংশ হিসাবে শিবালয় উপজেলার বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা, সমাবেশসহ সকল প্রকার আনুষ্ঠানাদিতে গণজমায়েত স্থগিত করা হয়েছে। তাছাড়া শিবালয় উপজেলার সকল আবাসিক হোটেল, মোটেল, কমিউনিটি সেন্টার এবং পর্যটন স্থান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো। এ নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Exit mobile version