Site icon Jamuna Television

কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করলো হবিগঞ্জের আদালত

হবিগঞ্জ প্রতিনিধি:

করোনাভাইরাস এর কারণে হবিগঞ্জের আদালতের সকল কর্মকর্তা এবং কর্মচারীকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করার নির্দেশ প্রদান করেছেন হবিগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশ প্রদান করেন।

একই সাথে তিনি সকল আইনজীবীকেও মাস্ক পরিধানের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেন।

বৃহস্পতিবার তিনি এ ব্যাপারে একটি নোটিশ প্রদান করেন। পাশাপাশি সব ধরনের হাজিরা এবং আবেদন জানালা দিয়ে প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

এর আগে বুধবার দুপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল তার এজলাসে আইনজীবীদের উদ্দেশ্যে বক্তৃতায় জরুরী এবং নিয়মিত বিষয় শুনানি এবং অতিরিক্ত লোকজনকে আদালতের না আনার অনুরোধ জানান।

Exit mobile version